বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা)’র পরিচিতি সভা, পরিচয়পত্র বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায় কর্মঠ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর পৌর পাঠাগারের পরিচিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব মোঃ ইউছুফ গাজী। সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নুরী।
আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, ডাঃ একিউ রুহুল আমিন, তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মুরাদ হোসেন খান, প্রচার সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক শফিউল আজম শাহজাহান, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম শাহআলম টিপু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মাঝি, অর্থ সম্পাদক সালেহ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগম রুবি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ মহসিন খান, দপ্তর সম্পাদক কাজী সাত্তার ছিদ্দিকী, নির্বাহী সদস্য মাইনুল ইসলাম কিশোর, হারুনুর রশিদ হাওলাদার, আয়শা রহমান লিলি, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান খান বাদল, নির্বাহী সদস্য হাজী আবুল কাশেম, পৌর সভাপতি মোঃ মমিন দেওয়ান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানসহ জেলা ও পৌর কমিটির সকল স্তরের সদস্যবৃন্দ।
পরিচিতি সভা শেষে সকল সদস্যদের মাঝে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের পরিচয়পত্র প্রদান করা হয়। সবশেষে ৪ জন অসহায় কর্মঠ নারী, ৪জন প্রতিবন্ধীর মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।