প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলা ২নং বালিথুবা ইউনিয়নের (দঃ) বালিথুবা গ্রামের বড় বাড়িতে গত ২২ জুন গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায় বালিথুবা ইউনিয়নের পাটওয়ারী বাজারে ক্রোকারিজের ব্যবসায়ী বড় বাড়ির মোঃ বিল্লাল হোসেনের পাকা ঘরের দক্ষিণ পাশের দরজা ভেঙ্গে ৮/১০ জনের একটি ডাকাত দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে বিল্লাল ও তার ১০ বছরের ছেলেকে জিম্মি করে হাত পায়ে বেঁধে ফেলে এবং মুখে কস্টেপ আটকে দেয়। ঐদিন ঘরের অন্য সদস্যরা বিল্লালের শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরে বিল্লাল এবং তার ছেলে ছিলো। ডাকাত দল দু রুমে ২টি স্টিলের আলমিরা, ১টি ওয়ারড্রোপ, ১টি সোকেস, চারটি লাগেজ ভেঙ্গে মোট ২৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ হাজার টাকা, একটি চার্জলাইট, ৬টি মোবাইল সেট ও দামি কিছু কাপড় নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার অনেক পরে প্রতিবেশীরা টের পেয়ে এসে বিল্লাল এবং তার ছেলেকে মুক্ত করেন। বিল্লাল জানান, ৮/১০ জনের ডাকাত দলের মধ্যে ক’জনের মুখোশপরা অবস্থায় ও ক’জনের মুখোশ খোলা ছিলো। তবে সে কাউকে চিনতে পারেনি। ডাকাতরা চলে যাওয়ার সময় বড় ধরনের একটি চুরি ফেলে রেখে যায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।