চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের স্কুল ছাত্রীকে অপহরণের পর ঢাকা কদমতলী এলাকা থেকে উদ্ধার করেছেন চাঁদপুর মডেল থানা পুলিশ। অপহণের মূল হোতা রাসেল হাওলাদার (১৮)-কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত রোববার গভীর রাতে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে কদমতলী থানা পুলিশের সহযোগিতা অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ মার্চ দুপুরে মধ্য বালিয়ার কাজী বাড়ির মোস্তাফিজ কাজীর মেয়েকে ঐ এলাকার শাহজাহান হাওলাদারের বখাটে ছেলে রাসেল হাওলাদার সিএনজি স্কুটারযোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘদিন তাদের সন্ধান না পাওয়ায় মোস্তাফিজ কাজী চাঁদপুর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মডেল থানা পুলিশ আধুনিক প্রযুক্তি অবলম্বন করে অবশেষে ঢাকা কদমতলী থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণকারী রাসেল হাওলাদারকে আটক করে নিয়ে আসে। গতকাল সোমবার আটককৃত রাসেল হাওলাদারকে আদালতে প্রেরণ করলে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেন এবং অপহৃতা স্কুল ছাত্রীকে তার বাবার জিম্বায় দিয়ে দেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।