শাহরিয়ার কৌশিক খান ॥
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে পুকুরের মাছ আত্মসাত করতে মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা মামালায় জড়িয়ে ঘায়েলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ঈদগাঁ ময়দানের পূর্বপাশে ইসমাইল ভূইয়ার পৈত্রিক পুকুরের সম্পত্তি এলাকার ভূমি দুস্যরা দখলের পায়তারায় লিপ্ত রয়েছে।
জানা যায়, বালিয়া ২নং ওয়ার্ডের মৃত আমিন মুন্সির ছেলে আহসান উল্লাহ মুন্সি নিজের সম্পত্তি দাবি করে দীর্ঘদিন যাবত ৩নং ওয়ার্ডের মৃত মুক্তিযোদ্ধা মান্নান ভূইয়ার ছেলে ঈসমাইল ভূইয়ার সাথে বিরোধ চলে আসছিল। গত রবিবার মুক্তিযোদ্ধার ছেলে তার পৈত্রিক পুকুর থেকে মাছ ধরায় প্রতিপ আহসান উল্লাহ মুন্সি তাদের বাধা প্রদান করেন। পরে মুক্তিযোদ্ধার ছেলে ঈসমাইল কে আসামী করে একটি মডেল থানা মিথ্যা অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেেিত থানার এস.আই হামিদুল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা জানতে পারে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বালিয়া ২নং ওয়ার্ড মুন্সি বাড়ি আহসান উল্লাহ মুন্সি প্রকৃত পে একজন মামলাবাজ সে অপরের সম্পত্তি দখল করতে এভাবেই মিথ্যা মামলা দায়ের করে প্রতিপকে ঘায়েলের চেষ্টা লিপ্ত রয়েছে। বিরোধকৃত পুকুরটির প্রকৃত মালিক মুক্তিযোদ্ধা মান্নান ভূইয়া। দীর্ঘদিন যাবত তার ছেলে ইসমাঈল ভূইয়া পুকুরটিতে মাছ চাষ করে আসছিল। মূলত পুকুরের মাছ আত্মসাত ও সম্পত্তি দখল করতে আহসান উল্লাহ মুন্সি পায়তারা চালিয়ে যাচ্ছিল।