মিজানুর রহমান॥ চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য সচেতনতা, ইভটিজিং, মাদক ও জঙ্গি বিরোধী সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সভা গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ে অধ্যয়নরত নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মুনিরা বেগম চৌধুরী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক, জাইকা জেলা প্রতিনিধি আবুবক্কর ছিদ্দিক। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় এছাড়াও শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ মকবুল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য হোসনে আরা বেগম বিউটি, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নবম শ্রেণির ছাত্রী মাইসা আক্তার।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজকের এ সভায় যে সকল বিষয়ে তোমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, সেসব বিষয়গুলো প্রতিরোধ করতে হবে। সরকার নির্ধারিত বয়সসীমার আগে বাল্যবিবাহ দেয়া যাবে না। সেদিকে সতর্ক থাকতে হবে। বাল্যবিবাহ একটি অপরাধ। এ অপরাধের সাথে যারাই জড়িত থাকবে তাদেরকেও শাস্তি দেয়ার আইন রয়েছে। তিনি বলেন, বিয়ের পর কোনো মেয়েকে যেনো স্বামীর সংসারে যেনো বোঝা হয়ে থাকতে না হয়, সেজন্যে নিজেকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সরকার নারীদের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। নিজেদেরকে এখন অসহায় ভাবার কোনো কারণ নেই। বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের স্বাস্থ্যের প্রতি যতœবান হতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। প্রধান অতিথি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের বিষয়ে আশ্বস্থ করে বলেন, উপজেলা পরিষদের তরফ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ অবহিতকরণ সভা আয়োজনের জন্যে আমন্ত্রিত অতিথিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা)-এর সহায়তায় সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন সপ্তম শ্রেণির ছাত্র আব্দুর রহমান গনি। এছাড়া শিক্ষার্থীরা হামদ-নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।