অভিজিৎ =
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আগস্ট মাসের মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ আগস্ট বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন।
তিনি বলেন, আমাদেরকে ইউআইএসসি (ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র) কার্যক্রম নিয়ে আরো বেশি কাজ করতে হবে। প্রত্যেক সরকারি বেসরকারি দপ্তরের দায়িত্বে যারা রয়েছেন তারা ইউআইএসসিতে কাজ দিয়ে সহযোগিতা করতে পারেন। দেশের অন্যান্য জেলার চাইতে আমাদের চাঁদপুর জেলার ৮৮টি ইউআইএসসি ও ৭টি পিআইএসসির অবস্থান ভালো। সকল ক্ষেত্রে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। দেখেন, সকালটা যাই ভাল গেলো ১১টায় জানতে পারলাম লঞ্চঘাটে এক মহিলা নৌকা দিয়ে তড়িঘড়ি করে লঞ্চে ওঠতে গিয়ে নদীতে পরে মারা গেছেন। কি দরকার ছিলো তড়িঘড়ির ? ঘাটে এসে ধীরে সুস্থে আমার লঞ্চে উঠি না কেন ?
বাল্য বিবাহ রোধে প্রশাসনের সকল কর্মকর্তাকে সতর্ক থাকতে হবে। জেলার ১০৪জন কাজীদের বলা হয়েছে কোন অবস্থাতেই জাতীয় পরিচয়পত্র ও এসএসসি পরীক্ষা পাসের সার্টিফিকেট ছাড়া যেনো বিয়ে না পড়ানো হয়। তাহলে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি কাজীর সনদও বাতিল করা হবে। সরকার দেশের প্রতিটি স্কুলে শ’ শ’ কোটি টাকা খরচ করে মাল্টিমিডিয়া ক্লাশ করার জন্য উপকরণ দিলেও তার ব্যবহার অনেক স্কুলেই হচ্ছে না।
অনেকে আবার এর প্যাকেটই খুলেনি। আমি আগামী ৩০ অক্টোবরের মধ্যে সকল বিদ্যালয়ে সরকারের দেয়া মালামালগুলোর ব্যবহার দেখতে চাই। এ সময়ের মধ্যে যে যে প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া ক্লাশ চালু না করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সরকার আশ্রয়ণ প্রকল্প তৈরির সময় বিদ্যুৎ সংযোগের টাকা দিয়েছে। কিন্তু ১বছর হতে চললেও ২টি আশ্রয়ণ প্রকল্প রঘুনাথপুর ও লক্ষ্মীপুরে এখনে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। এ ব্যাপারে পিডিবি দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমি আশাকরি।
পুলিশ সুপার মোঃ আমির জাফর বলেন, আমার পবিত্র ঈদুল ফিতর সকলের সহযোগিতায় সুন্দরভাবে পালন করেছি। আশাকরি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, ঈদুল আযহা ও দূর্গা পূজাও সুন্দরভাবে পালন করতে পারবো। বর্তমানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।
সভায় বিগত মাসের কার্যবিবরণী পাঠন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল্লাহ্ নূরী। সভায় স্বস্ব বিভাগের বিভিন্ন দিকের বর্তমান অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মহসিন ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ-জাহান শিশির, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদারসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ।
এছাড়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মহসীন ভূঁইয়া, সড়ক ও জনপদ বিভাগ, পরিবার পরিকল্পনা, কৃষি, যুব উন্নয়ন, মৎস্য, প্রাণী সম্পদ, জেলা কারাগার, বিটিসিএল, ইসলামিক ফাউন্ডেশন, বিসিক, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা ও প্রকৌশলী, অভ্যন্তরীণ নৌ-বন্দর ও পরিবহন, জেলা শিশু একাডেমীসহ সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন হাইমচর ইউএনও সুব্রত কুমার দে, কচুয়া উপজেলা ইউএনও জিয়া আহমেদ সুমন, শাহরাস্তি উপজেলা ইউএনও এটিএম কাউসার হোসাইন, মতলব উত্তর উপজেলা ইউএনও মোঃ মফিজুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেদ সরকার, ফরিদগঞ্জ উপজেলা ইউএনও মোঃ সাহেদুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা ইউএনও সফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ ডিজিএম মহিতুল ইসলাম, মেঘনা ধনাগোদা নির্বাহী প্রকৌশলী গাজী ইয়ার আলী, চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায় ডাঃ প্রদীপ কুমার দত্ত, জেল সুপার আব্দুল আল মামুন, জেলা তথ্য কর্মকর্তা আরিফ সাদেক, জেলা সমবায় কর্মকর্তা শেখ কামাল হোসেন, কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আবদুল্ল্যাহ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ, কোস্টগার্ড স্টেশন কমাণ্ডার সাব লেঃ হাসানুর রহমান, বন্দর কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ। – See more at:
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।