শাহরাস্তি সংবাদদাতা :
শাহরাস্তিতে বাল্য বিয়েতে সহযোগিতা করায় ইউপি সদস্যসহ ৩ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জম হোসাইনের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ এপ্রিল রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ হাছান আহমেদ পাটোয়ারীর সার্বিক সহযোগিতায় ঘুঘুরচপ গ্রামের হরে কৃষ্ণ মজুমদার বাড়ির মিজানুর রহমানের কন্যা বেরনাইয়া উচ্চ বিদ্যালয় হতে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থী আয়েশা আক্তার (১৬)-এর সঙ্গে একই ইউনিয়নের আহাম্মদনগর গ্রামের আবদুল মতিন মাস্টারের ছেলে মোঃ মাসুদ আলমের (২৪) বিয়ের দিন ধার্য হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ও থানা প্রশাসন বাল্য বিয়ের কথা জানতে পেরে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুস সাত্তারকে ঘটনাস্থলে পাঠান। ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের সত্যতা পাওয়ায় বিয়ে বন্ধ করে দেন এবং উভয় পক্ষের অভিভাবকদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ বরযাত্রীরা পালিয়ে যান।
পরে পুলিশের সহযোগিতায় কনের পিতা ও ইউপি সদস্যকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। বর পক্ষের লোকজনকে না পাওয়ায় পুলিশের মাধ্যমে তাদের হাজির করার নির্দেশ দেয়া হয়। ঘটনার সাথে জড়িতের অভিযোগে ইউপি সদস্য হাছান আহম্মদ ও কনের পিতা মিজানুর রহমানকে থানা হাজতে রাখা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে কনের পিতা মিজানুর রহমান, বরের পিতা আবদুল মতিন মাস্টার ও ইউপি সদস্য হাছান আহম্মদ প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং বাল্য বিয়ে না করার অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।