প্রতিনিধি
কচুয়ায় বাল্য বিয়ে দেয়ার অভিযোগে কনের মামা মোজাম্মেল হোসেন পাটওয়ারী ও দুলাভাই মাসুদ রানার ৭দিনের জেল ও মা শিরিনা বেগমের ১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়া আহমেদ সুমনের কার্যালয়ে এ রায় প্রদান করা হয়।
জানা গেছে, উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সৈয়দপুর বড় বাড়ির খোরশেদ আলমের মেয়ে ও মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোসাম্মৎ তামান্না আক্তারকে চান্দিনা উপজেলার খোরশেদ আলমের ছেলে আবুল কালামের সাথে গতকাল বৃহস্পতিবার ঢাক-ঢোল বাজিয়ে বাল্য বিয়ের আয়োজন করে। খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সৈয়দপুর গ্রামে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। এছাড়া বাল্য বিয়ে আয়োজন ও সহযোগীতা করার অপরাধে কনের মা শিরিনা বেগম, মামা মোজাম্মেল হোসেন, দুলাভাই মাসুদ রানা ও কনে তামান্না আক্তারকে তার কার্যালয়ে নিয়ে আসে।
পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্য বিয়ে নিরোধ আইন ১৯১৯এর ধারায় মেয়ের মা শিরিনা বেগমের ১হাজার টাক জরিমানা, দুলাভাই মাসুদ রানা ও মামা মোজাম্মেল হোসেন পাটওয়ারীকে ৭দিনের জেলসহ নগদ ১হাজার টাকা করে অর্থদণ্ড করে। কনে তামান্না আক্তার আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কনের মায়ের দায়িত্বে থাকবে মর্মে মুচলেকা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়।
শিরোনাম:
বুধবার , ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।