চাঁদপুর প্রতিনিধি-
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের আতিক উল্যাহ তালুকদারের ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে আঁখি আক্তারকে বাল্য বিবাহ দেয়ার অপরাধে গতকাল ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাশুড়ি ও মেয়ের জামাইকে ৭দিন করে জেল দেয়া হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা আঁখি আক্তারের মা ফিরোজা বেগম (৩০) ও তার মেয়ের জামাই বরিশালের উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামের হাকিম মোল্যার ছেলে মোঃ এমরান হোসেনকে ৭ দিন করে জেল প্রদান করেন। গতকাল বিকেলে তাদের দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়।