শহর প্রতিনিধি ==
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির নেতৃত্বোধীন ১৮ দলীয় জোটের টানা ৪৮ ঘণ্টা অবরোধের ২য় দিন গতকাল ২৭ নভেম্বর বুধবার সকাল থেকে চাঁদপুর শহরের বাসস্ট্যাণ্ড এলাকায় জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করেন।
জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, সদস্য সচিব হযরত আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলায়মান ঢালী, যুগ্ম আহ্বায়ক খোকন মিজি, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ চোকদার, যুগ্ম আহ্বায়ক আকবর মাতাব্বর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশুসহ শত শত নেতা-কর্মীরা শহরের ইলিশ চত্বরের সামনের রাস্তা অবরোধ করে।
এছাড়া পৃথক পৃথকভাবে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শহরের পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল চেয়ারম্যানঘাট, ষোলঘর এলাকা হয়ে পুনরায় পুরাতন বাসস্ট্যাণ্ড এসে শেষ হয়।
জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা চাঁদপুর আন্তঃজেলা বাস টার্মিনাল অবরোধ করে।
শিরোনাম:
শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।