শরীফুল ইসলাম ঃ
চাঁদপুর শহরের চাঁদখার দোকান এলাকায় বোগদাদ বাসের ধাক্কায় ফিকআপ ভ্যান পথচারীদের গায়ে চাপা দিলে ঘটনা স্থলে ২ জন নিহত হয়। আহত হয় আরো ৩ জন। সড়ক দূর্ঘটনায় নিহত ২ জনের মধ্যে এক জনকে সনাক্ত করা গেলেও অন্য এক জনকে সনাক্ত করা যায়নি। পিকআপ ভ্যানের চাপায় নিহত হচ্ছে, মঠখোলা গাজী বাড়ির নাসির গাজীর মেয়ে নিশি (১০) ঘটনা স্থলে মারা যায়। অন্য অঙ্গাত ব্যাক্তি পুরষের লাস ঘটনা স্থলে রেখে দেওয়া হয়, যানা যায়নি নাম ঠিকানা। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহতদের মধ্যে হচ্ছে, মঠখোলা গাজী বাড়ির রডিফক গাজীর মেয়ে রেশমি (১০), ওয়্যালেস বাজার এলাকায় মৃত ইব্রাহীম খলিলের বড় মেয়ে শারমীন আক্তার (১৩) ও ছোট বোন খাইরুন (৫) আহত হয়। আহতদেও মধ্যে খাইরুনের অবস্থা আশংঙ্খা দেখে চাঁদপুর সদর হাসপাতালে সাধারন চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। আহতদের পারিবারীক সূত্রে জানা যায়, ১২ অক্টোবর সকাল ১১ টার সময় মালবাহী পিকআপ ভ্যান চাঁদখার দোকানের সামনে আসলে বিপরিত থেকে আসা দ্রুতঘামী বোগদাদ বাস মালবাহী পিকআপ ভ্যানে স্বজরে ধাক্কা দিলে, রাস্তার পাশে পথচারী সহকারে পিকআপটি পানিতে পড়ে যায়। ঐই সময় পিকআপ ভ্যানের নিচে পিষ্ঠ হয়ে মারা যায় ২ জন। সড়ক দূর্ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ সয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।