নিজস্ব প্রতিবেদক: ২০১২-১৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অন্য বছরগুলোর মতোই গতানুগতিক। এই বাজেটে নতুন কোনো ধ্যান-ধারণা বা চিন্তা নেই। ঘাটতিসহ বাজেট যেভাবে দেখানো হয়েছে; এই বাজেট বাস্তবায়নের জন্য ক্ষমতা, দক্ষতা ও যোগ্যতা এ সরকারের নেই বলে মনে করে প্রধান বিরোধী দল বিএনপি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশের পর গুলশানে বিএনপির কার্যালয়ে দলের পক্ষ থেকে বাজেট পর্যালোচনায় এ প্রতিক্রিয়া জানায় দলটি।
প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মঈন খান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিক্রিয়ায় তাঁরা বলেন, বাজেটে বেশ কিছু জায়গায় প্রায় এক হাজার ৭০০ কোটি টাকার মতো থোক বরাদ্দ রাখা হয়েছে। এটা মূলত দলীয় বিবেচনায় করা হয়েছে। এই টাকা আগামী নির্বাচনে দলের নেতা-কর্মীদের খরচের উদ্দেশ্যে রাখা হয়েছে। ওই টাকা লুটপাট হবে বলে তাঁদের ধারণা।
এই বাজেটে কৃষিতে ভর্তুকি কমানোর যে প্রস্তাব করা হয়েছে তার সমালোচনা করে বিএনপি বলছে, এটা যুগোপযোগী সিদ্ধান্ত নয়।
চাঁদপুর নিউজ সংবাদ