অভিজিত রায় ॥
অবরোধের কারনে বাস চলাচল বন্ধ থাকায় মানবেতর জীবন কাটাচ্ছে বাস শ্রমীকরা। চাঁদপুরের বাস চলাচল স্বাভাবিক করতে বাস শ্রমীকদের সাথে জেলা আওয়ামলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী । তিনি বলেন, মানুষ পুড়িয়ে রাজনীতি জনগণ প্রত্যাখান করেছে। গুপ্ত হামলা করে একের পর এক প্রাণ নিচ্ছে বিএনপি জামাত জোট। জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের বক্তব্যে বলেছিলেন সকল ট্রেন, বাস লঞ্চসহ সকল পরিবহন চলবে কিন্তু হাইকোট, সুপ্রীম কোটসহ সকল অফিস আদালত বন্ধ থাকবে। আর আজ অবরোধের নামে বাসে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। বাস চলাচল স্বাবাবিক করতে যে সকল সহযোগিতা দরকার তা আমরা আপনাদের করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থদের অর্থ দিয়ে সহযোগিতা করছেন। চঘোষের হাটে নিহতট্রাক হেলপারের ক্ষতি পূরনের জন্য প্রধানমন্ত্রী বরাবার সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করি সহযোগিতা পাওয়া যাবে। দলমত নির্বিশেষে শান্তি ফিরিয়ে আনতে সকল শ্রমীকরা একত্রিত হোন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা শাহজাহান চোকদার, সাবেক শ্রমীক লীগ সভাপতি শাহ আলম মিয়া, পৌর আওয়ামীলীগ নেতা বিপ্লব সরকার, রেল শ্রমীকলীগ নেতা হান্নান মিয়া, জেলা সড়ক পরিবহন শ্রমীক ইউনিয়ন সভাপতি নাজির হোসেন, সাধারণ সম্পাদক আনোয়র হোসেন মুন্সি, শ্রমীক ইউনিয়ন সদস্য লিটন গাজী, মোঃ এছহাক, ড্রাইভার মোঃ আলম, মোস্তফা, কবির হোসেন মোস্তফা কাজী ও মিন্টু সহ অসংখ্য শ্রমীকরা।