চাঁদপুরের স্বর্ণখোলা রোডের বাস টার্মিনাল ও এর আশপাশ এলাকা মাদকের অঘোষিত আস্তানা। কিছু পরিবহন শ্রমিক এবং এলাকার চিহ্নিত কিছু বখাটে যুবক এই মাদক বেচাকেনা ও পাচারের সাথে জড়িত। আর এই মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিভিন্ন সময় নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদও হয়।
চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনালকে ঘিরে মাদকের একটি আস্তানা তৈরি হয়ে গেছে। প্রতিদিনই বিভিন্ন বাসে করে মাদকের চালান আসছে এই বাস টার্মিনালে। কিছু সংখ্যক বাস চালক, শ্রমিক ও স্থানীয় কিছু চিহ্নিত যুবক এই মাদক আনা-নেয়া, বেচাকেনা ও পাচারের সাথে জড়িত। স্থানীয় মাদক বিক্রেতারা কিছু অসাধু বাস চালককে ব্যবহার করে টাকার বিনিময়ে কুমিল্লাসহ বিভিন্ন স্থান থেকে মাদক চাঁদপুরে নিয়ে আসে। এই মাদক ওই বাস চালক নিজে বহন করে অথবা তার সিটের নিচে অথবা বাসের হেল্পারসহ অন্য শ্রমিকদের শরীরে বহন করে নিরাপদে গন্তব্যে নিয়ে আসে। যেমন ৬-৭ বছর আগে চাঁদপুরে এমন একটি ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছিলো। সেদিন বোগদাদ বাসের এক চালকের সিটের নিচ থেকে ফেনসিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন জেলা প্রশাসনের একজন ডাকসাইটে ম্যাজিস্ট্রেট আমির সোহেল ওই বাস চালককে চাঁদপুর বাস টার্মিনাল থেকে আটক করেন। আর তখনি অন্যান্য বাস চালক ও শ্রমিকরা ওই ম্যাজিস্ট্রেটকে টার্মিনালের ভেতরে অবরুদ্ধ করে রাখে এবং টার্মিনালে প্রবেশের রাস্তায় এলোপাতাড়ি বাস রেখে রাস্তা বন্ধ করে দেয়। পরে ম্যাজিস্ট্রেট ওই বাস চালককে ছেড়ে দিতে বাধ্য হন। চাঁদপুর বাসস্ট্যান্ডের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এমন বেশ ক’জন সচেতন মানুষ জানান, ১৫ অক্টোবরের ঘটনার নেপথ্যে মাদকই ছিলো। তারপরও আরো জানা যায়, প্রতিনিয়ত সন্ধ্যার পর থেকেই প্রতিটি বাসের চিপায় বা বাসের ছাদে তারা জমজমাট, হাজার হাজার টাকার জুয়ার আড্ডা বসায়। আবার কখনো বা ছিনতাই, পকেট মার ছিনতাইকারীরা বাসস্ট্যান্ডের আশপাশ ঘোরাঘুরি করতে দেখা যায়। এদের কারনে দুর দুরান্ত থেকে আসা সাধারন মানুষ পড়তে হয় তাদের খপ্পরে।
ওই সচেতন মানুষগুলো আরো জানালেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে টার্মিনালের ভেতরে মাদকের বিকিকিনি চলে। টার্মিনালের চারপাশ খোলামেলা থাকায় সহজেই মাদক নিয়ে যে কোনো দিকে চলে যাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনী এই টার্মিনালের দিকে কঠোর নজর রাখলে এবং বাসে নিয়মিত অভিযান চালালে হয়ত এই পরিবহন সেক্টর ও বাস টার্মিনাল কেন্দ্রিক মাদক বেচাকেনা অনেকটা বন্ধ হবে। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সাধারন মানুষের দাবী এ সব মাদক বহনকারী জুয়াড়ি ও সমাজবিরোধী কাজের সাথে যারা লিপ্ত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করা হোক।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।