শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট দক্ষিন বিটি রোডে বাড়িওয়ালা ও তার মেয়ের হামলায় ভাড়াটিয়া গুরুত্ব আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টায় ফ্লাট বাড়িতে পানি না থাকায় মটর ছেড়ে দেওয়ার কথা বললে মালিকপক্ষে ভাড়াটিয়ার সাথে বাগবিতন্ডের এক পর্যায়ে শাহানাজ বেগমকে (২৫) কে আহত করেছে। ভাড়াটিয়া পিটিয়ে তার স্বর্ণালংকার লুট করার ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দাযের করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিন বিটি রোডের মানবাধিকার কর্মী শেখ মহসিনের বাড়ির সামনে কুয়েত প্রবাসী মফিজুল ইসলামের ফ্লাট বাড়ির তৃতীয় তলায় শ্রমিক নেতা মোস্তফা তার পরিবারদের নিয়ে ভাড়া থাকেন। তার বড় মেয়ে শাহনাজ বেগম চট্টগ্রামের শ্বশুর বাড়ি থেকে চাঁদপুর বেড়াতে আসেন। হরতাল অবরোধ থাকার কারণে স্বামীর বাড়িতে যেতে না পারায় বাবার বাড়িতে বেশ কয়েক দিন অবস্থান করেন। ঘটনার দিন দুপুরে তার মা ও বাবা ডাক্তার দেখাতে হাসপাতালে যায়। এসময় বাসায় পানি না থাকায় শাহানাজ পানির মটর ছাড়ার জন্য বাড়িওয়ালা নাজমা বেগমকে বলেন। এসময় নাজমা বেগমের মেয়ে মহিলা কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্রী অভি আক্তার (১৮) ও তার খালা ফরিদগঞ্জ চান্দ্রা মৃত কুদ্দুছ ভূইয়ার মেয়ে আছমা বেগম ভাড়াটিয়ার মেয়ে শাহানাজ বেগমের সাথে বাকবিন্ডত লিপ্ত হয়। এসময় তারা ৩জন ক্ষিপ্ত হয়ে শাহানাজ বেগম কে রুমের ভিতরে ঢুকিয়ে বেদম পিটিয়ে আহত করেন। আহত শাহনাজ বেগম জানায় বাড়িওয়ালা সহ তারা তিনজন সামান্য পানির মটর ছাড়াকে কেন্দ্র করে অমানসিক শারীরিক নির্যাতন করে গলায় স্বর্নের চেইন ও ব্যাস লাইট ছিনিয়ে নিয়ে বাসা থেকে বের করে দেয়। ঘটনার পর মডেল থানর এ.এস.আই নন্দন সরকার তদন্তে ঘটনাস্থলে এসে খোজ খবর নেয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রবাসী মফিজুল ইসলাম এলাকায় বাড়ির করার পর তার স্ত্রী এই বাড়ির নীচতলায় প্রতিতাদের ভাড়া দিয়ে অসামাজিক কার্যকালাপ চালায়। এলাকা নেশাখোর যুবকরা ঐ বাড়ির নীচতলায় গিয়ে প্রতিদিনই ইয়াবা, গাজা সহ বিভিন্ন মাদক সেবন করেন। খবর পেয়ে মডেল থানার দক্ষ পুলিশ কর্মকর্তা আহসানুর জাম্মান লাবু সম্প্রতি অভিযান চালায়। তারপর থেকে ঐ বাড়ির প্রতিতা মুক্ত হয়।