হুমায়ুন কবিরঃ
শাহারাস্তি রাগৈ পশ্চিম মোল্লা বাড়ীর মাওঃ ইব্রাহীমের ছোট ছেলে আল আলিম (১৫)৯ম শ্রেনীতে পড়–য়া ও স্ত্রী ছালেহা বেগম (৪৫) বায়ুপ্লান্ট জেনারেটর বিদ্যুতের তারে জড়িয়ে একই সময় মৃত্যু বরন করেন ্এবং নোয়াগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওঃ ইব্রাহীম নিজেই আহত হন। গত কাল মাগরিবের নামাজের একটু আগে বায়ুপ্লান্ট গ্যাস থেকে উৎপাদিত জেনারেটর বিদ্যুৎতের লাইন মাওঃ ইবাহীমের ঘরে আনে এবং পানির মটর চালানোর জন্য বিদ্যুতের শক্তি না থাকায় জি,আই তার দিয়ে নিজ উদ্দ্যেগে আর্তিং লাইন সংযোগ টানার সময় অজান্তে জি, আই তারে বিদ্যুৎ সংযোগ হয়ে পড়লে আল আমিন আটকে যায়। মাওঃ ইব্রাহীম দেখতে পেয়ে বাঁশের লাটি দিয়ে জি, আই তারে জোরে আগাত করলে জি, আই তার স্পীরিংয়ের মত বাকা হয়ে আল আমিনের মায়ের গলায় পেছ লেগে যায়। এমতাবস্থায় মাওঃ ইব্রাহীম নিজ হাতে স্ত্রীকে বাচাতে গলার তারে হাত দিয়ে চোঁড়াতে গেলে দুই হাত জলসে চিটকে পড়ে যায় এবং স্ত্রী ও ছোট ছেলেকে বাচাতে পারলেন না। শাহারাস্তি থানায় জানা গেল রাতেই পুলিশ উপস্থিত হয়েছেন এবং সেখানে তদন্ত করে গেছেন শাহারাস্তি থানার ভারপাপ্ত জনাব মিজানুর রহমান জানান অভিযোগ পেলে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে। থানায় অপমৃত্যুর ডাইরী করা হয়েছে। আহত মাওঃ ইব্রাহীম বর্তমানে কিছুটা সুস্থ্য আছেন।
অদ্য বেলা তিন ঘটিকার সময় স্ত্রী ছেলেকে নিজ গ্রামে হাজারো মানুষের সমাগমে উপস্থিত জায়নামাজা শেষ করে দাপন করেন।
আবদুল মতিন মাছ, মুরগীর, গরুর ফার্ম দিয়েছেন শাহারাস্তির রাগৈ গ্রামের পশ্চিম পাশে হাজীগঞ্জ উপজেলার সংলগ্ন স্থানে সেখানে তিনি খামারের পাশ পাশি বায়ু প্লান্ট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন।এবং আশে পাশের যাদের বিদ্যুৎ নাই তাদেরকে বিদ্যুৎ সংযোগ মিটারের মাধ্যমে দিয়ে থাকেন। এবং প্রতি মাসে পল্লী বিদ্যুতের ন্যয় বিল উঠান। গত কাল মাওঃ ইব্রাহীমের দূর্ঘটনা সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান আমরা লাইন সংযোগ দিয়েছি ঠিকই কিন্তু জি,আই তারের আর্তিং সংযোগ দিতে নিষেধ করেছি। তারা নিজেরাই নিজ ইচ্ছার উদ্দ্যেগে জি,আই তারের সংযোগ দিতে গেলে দূঘটনায় পতিত হয়।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।