স্টাফ রিপোর্টার: ॥ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চাঁদপুর সেচ শাখার সরকারী কোয়াটার এখন বহিরাগতদের দখলে। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে বিএডিসির কর্মকর্তাদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মান করলোও অসাধু কর্মকর্তাদের অসাধুপনার কারনে এখন তা বহিরাগতদের দখলে চলে গেছে। চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ ঐতিহাসিক বেগম মসজিদের সামনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চাঁদপুর সেচ শাখার দুতলা ভবনের নিচ তলার একটি ফ্ল্যাট আলু বীজ অফিসের দাড়োয়ান দেলোয়ার হোসেনের নামে এলর্টম্যান্ট হয়। কিন্তু দাড়োয়ান দেলোয়ার হোসেন সে ফ্ল্যাটে না থেকে সরকারী নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে র্দীঘ বছর যাবত বহিরাগতদের ভাড়া দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। জানা যায়, আলু বীজ অফিসের দাড়োয়ান তার এলর্টম্যান্টকৃত ফ্ল্যাটটি চাঁদপুর জর্জকোর্টের মহরি আলাউদ্দিন খোকার কাছে ডিট করে ভাড়া দেয়। খোকা র্দীঘদিন যাবত স্ব-পরিবারে বসবাস করে আসছে। গতকাল বুধবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সরকারী কোয়াটারটি বহিরাগত খোকার দখলে র্দীঘদিন যাবত রয়েছে। বিএডিসির সেচ শাখার দায়িত্বরত সহকারী প্রকৌশলী তৌহিদুল করিম চৌধুরীর কাছে এ ব্যপারে জানতে চাইলে প্রথমে ঘটনাটি এরিয়ে যায়। পরে বহিরাগত মহরি খোকা কোয়াটারটি দখলে রয়েছে কেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আলু বীজ অফিসের দাড়োয়ান এলর্টম্যান্টকৃত ফ্ল্যাটটি নিজে না থেকে ভাড়া দিয়েছে। যা নিয়মবর্হিভূত। সরকারী কোয়াটারে বহিরাগতদের বসবাসের নিয়ম নেই। কিভাবে সে বহিরাগতদের কাছে ভাড়া দিয়েছে তা জানা নেই।
এদিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চাঁদপুর সেচ কর্মকর্তাদের কোয়াটার বহিরাগতদের কাছে ভাড়া প্রদান করায় প্রতিদিন বেষ্টুনী দেওয়া সংরক্ষিত এলাকায় বহিরাগতরা প্রতিনিয়ত যাতায়াত করে। ফলে প্রতিনিয়ত সংরক্ষিত এলাকায় চুরি সহ মাদকসেবীদের আড্ডা বেরে চলছে। সম্প্রতি ঐ কেয়াটারে বেশ কয়েকবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এছারা বহিরাগতদের ভাড়া দেওয়ার কারনে সেচ বিভাগের কোটি কোটি টাকার দামী মেশিন ও যন্ত্রপাতি চুরির সম্ভবনা রয়েছে।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।