রাজধানীর শৃঙ্খলা রক্ষায় রাস্তায় কোনো অবস্থাতেই বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ‘আমাদের কথা সুস্পষ্ট, তারা রাস্তায় সমাবেশ করতে পারবে না। খোলা মাঠে তাদের সমাবেশ করতে হবে। আর তা না হলে আইনানুগভাবে যতখানি কঠোর হওয়া যায় ততখানি হবে পুলিশ।’
আজ বুধবার (৭ ডিসেম্বর) বিএনপি কার্যালয়ের অভিযানের মধ্যেই মিন্টোরোডে মিডিয়া সেন্টারে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আগামী শনিবার ঢাকায় বিএনপির সমাবেশের স্থান নিয়ে গত কয়েকদিন টানাপোড়েন চলছে। বিএনপি নয়া পল্টনে সমাবেশ করতে চাইলেও পুলিশ তাদের সোহরাওয়ার্দী উদ্যানে করার অনুমতি দিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে যে নারাজ বিএনপির নেতা-কর্মীরা জনসভার তিন দিন আগে নয়া পল্টনে জড়ো হলে পুলিশ সেখানে অভিযান চালায়।
নয়া পল্টনে সমাবেশ করতে চাওয়া বিএনপিকে কঠোর বার্তা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আগামী ১০ জানুয়ারি জনসভা করতে চাইলে বিএনপিকে কোনো মাঠেই যেতে হবে, সড়কে কোনো সমাবেশ করতে দেবে না পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি যেতে না চাইলে বিকল্প হিসেবে টঙ্গীর ইজতেমা মাঠ, পূর্বাচলের বাণিজ্য মেলা মাঠ আছে।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, আমরা গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমে জানতে পেরেছি যে ওই সমাবেশে বিএনপি ১০ লাখ লোকের সমাগম ঘটাবে। নয়া পল্টনে সর্বোচ্চ ৭০ থেকে ৮০ হাজার লোক ধরবে। বাকি ৯ লাখ লোক ঢাকা শহরের রাস্তাঘাটে ছড়িয়ে পড়লে বিশৃঙ্খলা দেখা দেবে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই পুলিশ তৎপর। নগরবাসীর নিরাপত্তার স্বার্থে পুলিশ এটা হতে দিতে পারে না। এর আগে বিভাগীয় শহরগুলোতে যে সমাবেশ হয়েছে তার কোনোটাই রাস্তায় হয়নি, সবগুলোই হয়েছে মাঠে।
টঙ্গীতে সমাবেশ করার পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমরা তাদের সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছি, কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি যে তারা সেখানে যেতে আগ্রহী নয়। আমরা তাদের টঙ্গী ইজতেমা মাঠ, পূর্বাচলের বাণিজ্য মেলা মাঠের প্রস্তাবও দিয়েছি, যেখানে ১০ লাখ লোকের জায়গা হওয়া সম্ভব।
রাজনৈতিক সমাবেশ ছত্রভঙ্গ করতে বিশেষায়িত অভিযানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত সোয়াটকে নামানোর কারণ জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, সেখানে অনেকগুলো ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা শুনেছি সেখানে চাল, ডাল, লাকড়ি জড়ো করা হয়েছে। তাই নগরবাসীর নিরাপত্তার স্বার্থে পুলিশ সেখানে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে।