প্রতিনিধি ==
নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রতিষ্ঠার দাবি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের (লাঠি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে শহরের কালী বাড়ি প্লাটফর্মে এসে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর খানের সভাপতিত্বে ও সদস্য সচিব হযরত আলীর পরিচালনায় সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুল ইসলাম, হানিফ বকাউল, হিমেল, মেরাজ চোকদার, দেলোয়ার হোসেন, সোহেল, কাজী সোহেল, খোকন মিজি, কবির মাঝি, জয়নাল মাতাব্বর, মোস্তফা, পায়েল, গফুর, তুহিন, ওচমান, খোকন গাজী, ইমান মিয়াজী, হারুন মাঝি, ফারুক, সোহাগ, সিকু বন্দুকসী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নির্দলীয় সরকার পুনঃ প্রতিষ্ঠার দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনে জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করছে। দেশের জনগণের দাবি-দাওয়া নিয়ে কথা বলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু ও সফিউল বারী বাবুসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করেছে। আমরা আমাদের নেতাদের মুক্তি চাই। তারা আরো বলেন, নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না। বরং তাতে আন্দোলন আরো বেগবান ও তীব্র হবে।