স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের প্রেস কøাব মিলনায়তনে আহবায়ক কমিটির সকল যুগ্ন আহবায়ক, সাবেক সংসদ সদস্য,বিভিন্ন উপজেলা,পৌর ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধানের বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিএনপির বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি কোন ঘর কেন্দ্রীক সংগঠন না এই সংগঠন জিয়াউর রহমানের নিজ হাতে গড়া। সুতরাং কোন হুমকি ধমকি আর ষড়যন্ত্র করে বিএনপিকে দাবানো যাবে না। অনান্য জেলার চাইতে চাঁদপুরের বিএনপি অনেক সুসংগঠিত।
তিনি আরো বলেন, আগামী ৬ থেকে ১৫ নভেম্বরের মধ্যে হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার সম্মেলন সম্পন্ন করতে হবে। সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন করা হবে। ছাত্রদল হচ্ছে বিএনপির প্রডাকশন হাউজ। দীর্ঘদিন পর জেলা ছাত্রদলের কমিটি হয়েছে। ছাত্র ব্যতিত কেউ ছাত্রদলের কমিটিতে থাকতে পারবে না। ইতিমধ্যে যে সকল কমিটিগুলো হয়েছে তাতে ছাত্র ব্যতিত কেউ ঠাই পায়নি। বিএনপিকে ধ্বংস করার জন্য আলীগ যে ষড়যন্ত্র করছে তা কখনই বাস্তবায়ন হবে না। অতন্দ্র প্রহরীর মতো সকলকে সজাগ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।
সাধারন সভায় যুগ্ন আহবায়ক এড.সেলিম উল্ল্যা সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এম এ মতিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, সাবেক আহবায়ক সফিউদ্দিন আহমেদ, সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি আলহাজ¦ রাশেদা বেগম হীরা, সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার, এস এম কামাল উদ্দিন চৌধুরী, যুগ্ন আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, সেলিমুছ সালাম, আলহাজ্ব ইমাম হোসেন, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, এড. হারুনুর রশীদ, জয়নাল আবেদিন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ মোঃ ইউনূছ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক, জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন, সাধারন সম্পাদক আফজাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি এড. মনিরা বেগম চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এড.জাহাঙ্গীর হোসেন খান, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক এনায়েত উল্লা খোকন, হাইমচর উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ আবেদ মনসুর বিশ্বাস কোম্পানী, ফরিদগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ বিল্লাল, মতলব দক্ষিন উপজেলা বিএনপির আহবায়ক বিল্লাল হোসেন মৃধা, যুগ্ন আহবায়ক মোঃ মোজাম্মেল হক খোকন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ড. আলমগীর কবির পাটওয়ারী, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক, শাহারাস্তি উপজেলা বিএনপির আহ্বায়ক আখতার হোসেন পাটওয়ারী, শাহারাস্তি পৌর বিএনপির আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শাহাজালাল প্রধান, কচুয়া পৌর বিএনপির আহবায়ক মোঃ নাছির আহমেদ মিলন, হাজীগঞ্জ পৌর মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু, মতলব পৌর মেয়র এনামুল হক বাদল প্রমুখ।