ফরিদগঞ্জ(চাঁদপুর): দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে বিএনপি সমর্থিত সংসদ সদস্য (এমপি) লায়ন হারুনুর রশিদ ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে।
এমপির বিরুদ্ধে প্রাণনাশের চেষ্টাসহ নানা অভিযোগ তুলেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।
শনিবার দুপুরে চেয়ারম্যানের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে হাজী মোজাম্মেল অভিযোগ করেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এলাকার নানা উন্নয়নকাজ শুরু করলে এমপি হারুনুর রশিদ আমার বিপক্ষে অবস্থান নেন। বিভিন্ন সময়ে নানাভাবে হয়রানি করছেন।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, ইতোপূর্বে এমপির লোকজন চেয়ারম্যানের ঢাকার উত্তরায় বাসভবনে সন্ত্রাসী হামলা চালায়। সর্বশেষ গত ২৭ অক্টোবর এবং ১ নভেম্বর রাতে তার মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এরপর থেকেই তিনি আতঙ্কে আছেন।
হাজী মোজাম্মেল সংবাদ সম্মেলন আরো বলেন, আগামী দশম জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এমপির পরেই আমার অবস্থান। তবে এমপি পথের কাঁটা দূর করতেই আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চান। এজন্য তার লোকজন উঠেপড়ে লেগেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপি নেতা মিজান মাস্টার, মো. হোসেন, আবদুর রহমান, কামাল, মনজুর হোসেন মিঠুন, যুবদল নেতা ফরিদ তালুকদার(হিরা), ছাত্রদল নেতা ইসমাইল হোসেন, শামিম ওসমান প্রমুখ।