স্টাফ রিপোর্টার: ১ সেপ্টেম্বর ২০১৮ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করেন। দীর্ঘ ৩৯টি বছরে স্বাধীনতা- সাবভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলন-সংগ্রামের চড়াই-উতরাইয়ের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম বড় রাজনৈতিক দল।
চাঁদপুর জেলা বিএনপির কমসূচিঃ-
১ সেপ্টেম্বর ২০১৮ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি হচ্ছে : ১ সেপ্টেম্বর ২০১৮ সকাল ৭টায় বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সারাদিনব্যাপী দলীয় কার্যালয়ে দেশাত্মবোধক গান পরিবেশন এবং বিকেল ৩-৩০ মিনিটে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানসহ আলোচনা সভা।
উক্ত কর্মসূচিতে বিএনপি ও বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী-সমর্থক ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানান
