প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন চাঁদপুর জেলার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে শহরের ষোলঘরস্থ ফিরোজা-হাফেজ কমপ্লেক্সের হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি কাজী গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিমউদ্দিন খান বাবুল, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম কাজী জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাজী মনির মিজি। জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লা খোকনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কৃষক দলের সভাপতি আঃ শহীদ ফারুক, সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ চোকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিয়াজী, জেলা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুন্না, জিয়াউর রহমান টিটু, আলী রেজা, জিএম সেলিম, কামরুল ইসলাম, মোসলেহ উদ্দিন মাসুদ, শহর তরুণ দলের আহ্বায়ক ছোটন বেপারী প্রমুখ।
সভায় সকলের সিদ্ধান্তক্রমে সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও ভাইস চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলীর নাম ঘোষণা করা হয়। এ ছাড়া সভায় চেয়ারম্যান পদে অ্যাডঃ জাহাঙ্গীর খান ও কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের নামও প্রস্তাবে আসে। পরে সর্বসম্মতভাবে ওই সিদ্ধান্ত হয়।