স্টাফ রিপোর্টার
২০ দলীয় জোটের ডাকা অবরোধের ৪র্থ দিনে চাঁদপুর শহর ছিলো প্রায় স্বাভাবিক। সকালে বিক্ষোভ মিছিল ও কয়েকটি স্থানে অটোরিক্সা ভাংচুর করে অবরোধকারীরা। ছোট ছোট যানবাহন ও অধিকাংশ দোকানপাট ছিলো খোলা।
এদিকে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২, ফরিদগঞ্জে ২, শাহ্রাস্তিতে ৩, কচুয়ায় ২জন। এরা সবাই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহজাহান খান।