মতল উত্তর (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র করে কুল না পেয়ে এখন টিকা নিয়ে গুজব রটাচ্ছে বিএনপি- জামায়াত। তাদের এই গুজবে কান না দিয়ে টিকা নিন সুস্থ থাকুন অপরকেও সুস্থ রাখুন।
শনিবার সকালে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় আরও টিকা গ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য ইঞ্জিনিয়ার খোকন, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সহকারি অধ্যাপক এইচএম শরীফ সরকার, বাগানবাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিয়াজ, যুবলীগ নেতা জিকে ফয়সাল প্রমুখ।
এমএ কুদ্দুস আরও বলেন, দেশ ও জনগণের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা এনেছেন। নিজে ও পরিবারের সদস্যদের কথা ভেবে প্রধানমন্ত্রীর এই উপহার সবাই গ্রহণ করুন। তিনি বলেন, এ পর্যন্ত মতলব উত্তরে প্রায় দুই হাজার মানুষ টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সবাই সুস্থ আছেন। আমাদের দলীয় নেতাকর্মীরা সবসময় খোঁজ খবর রাখছেন।
টিকা প্রদানে সার্বিক ব্যবস্থা করেন, ডাঃ ইসমাইল হোসেন ও উপজেলা ইপিআই টেকনিশিয়ান ভাষান কীর্তনীয়া।
চাঁদপুরনিউজ/এমএমএ/