শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১৫ কর্মী আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯জন বিএনপি ও ৬জন জামায়াত কর্মী বলে পুলিশ জানায়।
পুলিশ সুপার মোঃ আমির জাফর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর, শাহ্রাস্তি ও মতলব থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হরতাল-অবরোধে নাশকতার পরিকল্পনা করছিলো। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে। হরতাল-অবরোধে নাশকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।