ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ছাত্রলীগ একটি সর্ব বৃহৎ সংগঠন। বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছে। এ কারণে ছাত্রলীগের বিশাল ঐতিহ্য রয়েছে। বিএনপি জামায়াত জোট হেফাজতের লেবাস পরে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের ধ্বংসাত্মক কার্যকলাপ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শনিবার সকালে (২৯ জুন) স্থানীয় দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।
মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন- বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের সাথে ছাত্রলীগের ভূমিকা প্রশংসণীয়। আগামীতেও ছাত্রলীগ বাংলাদেশের উন্নয়নের সাথে অংশীদারিত্ব বজায় রাখতে। ছাত্রলীগকে আধুনিক যুগোপযুগী শিক্ষায় শিক্ষিত হতে হবে। ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে এটাই স্বাভাবিক। ছাত্রলীগের অছাত্র-কুছাত্রদের জায়গা হবে না। মতলব উত্তরে ছাত্রলীগ আগামী জাতীয় নির্বাচনে মহাজোট প্রার্থীকে বিজয়ী করতে ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে।
গতকাল বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসে। সমাবেশ উদ্বোধন করেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ রুহুল আমিন, বাংলাদেশ আওয়ামীলীগের সদ্য রিয়াজ উদ্দিন মানিক, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-সম্পাদক এ্যাডঃ নূরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ, মতলব উত্তর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাজেদুল হোসেন চৌধুরী দীপু। মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এম এ হাসান লিটন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ রিয়াজ উদ্দিন রিয়াজ, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান তারেক, উপ-স্কুল বিষয়ক সম্পাদক তাহেরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাউসার আলম স্বপন, মিজানুর রহমান মিঠু, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম তানভীর, অর্থ বিষয়ক সম্পাদক রহমত উল্যাহ সরকার লিখন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তি, সাদুল্যাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া প্রমূখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।