মতলব উত্তর প্রতিনিধি:
ক্ষমতায় গিয়ে বিএনপি দেশকে লুটেপুটে খেয়েছে। দেশের অর্থনীতি বিধ্বস্ত করে দিয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় গিয়েছে ততবারই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি ও তাদের দোসর জামায়াত-শিবির এদেশের উন্নয়নে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা একের পর এক হরতাল দিয়ে দেশের উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত করছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপিকে বর্জন এবং তাদের দোসর জামায়াত-শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার কালিপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ বছরের ৮ ফেব্রুয়ারি এমভি সারস লঞ্চডুবিতে নিহতদের রুহের মাগফিরাত কামনায় আমরা মতলববাসী সমাজকল্যাণ সোসাইটি, ঢাকা-এর উদ্যোগে আয়োজিত গণদোয়া, শোকসভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর পর আর কোনো সরকার ড্রেজার ক্রয় করেনি, নদী ড্রেজিংয়ের জন্যে এ বছরই আমরা ১০টি ড্রেজার ক্রয় করতে যাচ্ছি। আর ১০ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বিএনপি একটিও ফেরি ক্রয় করেনি, আমাদের সময়ে আমরা ২১টি ফেরি ক্রয় করেছি। নদী মাতৃক এই বাংলাদেশে নৌযান পানিতে ডুবে গেলে তা উদ্ধারের জন্য রুস্তম ও হামজা নামক ২টি উদ্ধারকারী জাহাজের উদ্ধার ৰমতা ৬০ মেট্রিক টন করে ১২০ মেট্রিক টন। তাও আবার এই জাহাজ দু’টি অনেক পুরানো। তাই এ দু’টির ক্ষমতা এখন আগের মতো নেই। এজন্যে আমরা এ বছরের মধ্যেই ২৫০ মেট্রিক টন উদ্ধার ৰমতা সম্পন্ন দু’টি উদ্ধার জাহাজ কোরিয়া থেকে আনার ব্যবস্থা করছি। এছাড়াও আমাদের সময়ে আমরা দেশের শিক্ষা, কৃষিসহ সকল খাতেই ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছি। অথচ আমাদের এই উন্নয়ন কাজ বিরোধী দলীয় নেত্রীর চোখে পড়ে না। আসলে বিরোধী দলীয় নেত্রীর চোখে হয়তো ছানি পড়েছে, তাই আমাদের উন্নয়ন তার চোখে পড়ে না।
আমরা মতলববাসী সমাজকল্যাণ সোসাইটি, ঢাকা-এর সভাপতি আবু সালেহ মোঃ খুরশিদ আলমের সভাপতিত্বে এবং এই সংগঠনের নেতা সাংবাদিক আবুল কাসেম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এম. রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকার, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, প্যাট ফ্লাঙ্ মেনুফ্যাকচার এন্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি সারোয়ার ওয়াদুদ চৌধুরী, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান উলস্নাহ আখন্দ, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হাসান ইমাম, মতলব বিআরডিবির সভাপতি সোহেল চৌধুরী, আমরা মতলববাসী সমাজকল্যাণ সোসাইটি, ঢাকা-এর সহ-সভাপতি অ্যাডভোকেট শামীমুল ইসলাম ও হাজী হানিফ মিয়া, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ প্রমুখ।
ফেব্রুয়ারিতে সারস লঞ্চডুবিতে নিহত ১৭ জনের পরিবারের সদস্যদের হাতে মন্ত্রী প্রতি পরিবারের জন্য ৫০ হাজার টাকার চেক তুলে দেন। নিহতদের জন্যে বিশেষ মোনাজাত ও দো’য়া অনুষ্ঠিত হয়।