সেদিন বিকেলেও তুমি করেছিলে অপেক্ষা
অপেক্ষায় ছিলে সন্ধ্যা, রাত, এমন কি প্রভাতেও—–
রাতে তো অভিমান ভুলে প্রতীক্ষায় ছিলে
একটি একটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ গুনে গুনে।
সেদিন প্রভাত রবির আভা গুনে গুনে খুঁজেছিলে
আমার কবিতার লাইন গুলি—–
কোনও এক শিউলি ফোটা পূর্ণিমা রাতে
আমার আঙিনায় একাকী বসে শিশির
জমিয়েছিলে
জলকালী দিয়ে লেখা তোমার সেই
কবিতাটি আজও অসমাপ্ত।
কিন্তু, সেদিনের কবিতাটির নাম ছিল অভিমান
সেই অভিমানে, তোমার সাথে অভিমান করে—
অগণিত ঘুমের ওষুধ খেয়ে
আজ অবধি, আমার কবিতারা যে ঘুমে বিভর।
শুভ বিকেল।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।