শুনেছি মোরা
মুহাম্মদ আবুল কালাম কালু
শুনেছি মোরা গন হত্যার
সেদিন গুলি
বুলেটের মুখে পরে কত
দিয়েছে জীবন নারী।
শত কষ্টের হীন কথা
শুনি যখন কানে
বুকটা ভিজে চখের ঝলে
নদী হয়ে ভাসে।
জলে পরে জ্বলে মরি
কাঁদি নিরবে
যন্ত্রণার সেই দিনগুলোর কথা
যখন শুনি বীর সন্ত্মানদের মুখে।
বীর পালোয়ান মায়ের সন্ত্মান
যারা আছে বেঁচে
যুদ্ধে জয় করে পতাকা তোলে
আসলো দেশে ফিরে।