এসেছো ফিরে
মুহাম্মদ আবুল কালাম কালু
তুমি আবার এসেছো ফিরে
কোটি জনতার মাঝে
লাল সবুজের গৌরব
বিজয়ের নিশান উড়ে।
তুমি যখন আসো বিজয়ের শুরে
বীর বাঙ্গালরা উপভোগ করে
বাংলার গান গেয়ে।
হাজারো বোনের রক্তে তুমি
যুবকদের বিনীময় সৃষ্টি
লক্ষ শহীদদের বিনীময়
আজকের বিজয়ের মাস তুমি।
ভুলবো না আর ভুলবে না
একাত্তরের দিনগুলো
যে মাসে মোদের উপর
ঝাপিয়ে পড়ে
পাকঁ হানাদার শত্রু ।