‘এই বাংলার আকাশ বাতাস সাগর দিঘি ও নদী/ ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি’। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাঙালির এই বিজয়। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি সকাল সাড়ে ৭টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও অঙ্গীকারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ, বাদ আসর মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠান। এছাড়া সরকারঘোষিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ।
স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশ মোতাবেক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন তথা সর্বস্তরের জনগণকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্যে আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।