বিশেষ প্রতিনিধি :“তারুন্যের প্রতীক, অনুপ্রেরনার উৎস” , এই স্লোগানকে সামনে রেখে আজ বিশাল বিজয় র্যালি প্রদক্ষিন করেছে রাজধানীর মিরপুরে ।বিজয় র্যানলিটি পুরাতন বিমান বন্দর থেকে শুরু হয়ে কাজিপাড়া গিয়ে শেষ হয় ।ভিন্নধর্মী এই সংগঠনটির সবাই কর্মী ।সমাজের উন্নয়নে সবাই প্রতিশ্রুতি বদ্ধ ।বিজয়ের বিভিন্ন বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল র্যালিটি ।নিপীড়িত ও বঞ্চিত মানুষের সেবায় সংগঠনটি বেশ সুনাম অর্জন করেছে ।
চাঁদপুর নিউজ সংবাদ