মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ চাঁদপুর জেলার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনী পাটওয়ারী।
জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি দেলোয়ার হোসেন রতনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম এ হসান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল।জেলা কমিটির সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমানের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়মীলীগের সাধারণ সম্পাদক আবুল হাজরা, রেলওয়ে শ্রমীক লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান মিয়াজী, জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক উপম পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি রইছ এম রাসেল, সাধরাণ সম্পাদক আলমগীর তালুকদার ,পৌর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ বেপারী, সাধারন সম্পাদক মানিক বেপারী, সাংগঠনিক সম্পাদক রোকন গাজী, প্রচার সম্পাদক মোঃ বাদল গাজী, সদস্য রাসেল, মিজান প্রমুখ।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।