স্টাফ রিপোর্টার:
মুক্তিযদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় তৃতীয় দিন সন্ধ্যায় নবজাগণ সাংস্কৃতিক সংগঠন ও রক্সি মিউজিক্যাল গ্রুপের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রাত সাড়ে ৮টায় বিজয় মেলার মঞ্চে নবজাগরণ সাংষ্কৃতিক সংগঠনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এস.কে সুদীপ তন্ময়ের পরিচালনায় স্গংীত পরিবেশন করেন আনিসা, স্বীকৃতি বনিক, বাদল মোল্লা, একান্ত, তাবাস্সুম, ঐশী, তিথি, সিথি, প্রতীকা, জান্নাতুল, রূপালী, মাহিন পাটওয়ারী, জয়ীতা দাস, আশিস দাস, সুরঞ্জিত কর, সুদীপ কর, জাহাঙ্ঘীর হোসেন, সুজিত ঘোষ, কমল চক্রবর্তী, অমরেশ, সোহেল, মাসুম, সুব্রত, নয়ন, রায়হান, মাটি বিল্লাল, জয়ন্তী ভৌমিক, ডানা দেবনাথ, মুক্তা বেগম, সুষ্মিতা ভঞ্জ, আবৃতা, অন্তরা, নন্দিতা, মিটলী দাস। যন্ত্র সঙ্গীতে ছিলেন সৈকত মজুমদার সিজার।
পরে রাত ৯টায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থপনায় রক্সি মিউজিক্যাল গ্রুপের পরিবেশনায় জমকালো বাংলা গানের কনসার্ট অণুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিশ্বজিৎ কর রানা।