মিজান লিটন
চাঁদপুরে গৌরবের ২৩ বছর মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আর মাত্র বাকি ১ দিন। আগামী পরশু সোমবার থেকে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এ বছর বিজয় মেলা মাঠে ১৩৬টি বাণিজ্যিক স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ স্টলই হলো চাঁদপুরের। ৩০/৪০টি স্টল চাঁদপুর জেলার বাহিরে থেকে আসা। এর মধ্যে নারায়ণগঞ্জ, সোনারগাঁও, কুমিল্লা, ঢাকা, নোয়াখালী। গতকাল শুক্রবার পর্যন্ত এসব জেলার সকল স্টল মালিকরা মালামাল নিয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মাঠে চলে এসেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে, গোটা কয়েক চাঁদপুরের দোকানীরা ছাড়া অন্য সকল স্থানীয় দোকানিরা এখন পর্যন্ত তাদের স্টল সাজানোর কাজে হাত দেয়নি। বিগত বছর গুলোতেও একই পরিস্থিতি দেখা গেছে যে মেলা শুরু হয়ে গেলেও তারা স্টল সাজানোর কাজ করেনা। এরা মেলা চলাকালে কিংবা ৪/৫দিন মেলা অতিবাহিত হলে দোকান সাজাতে শুরু করে। এ বছর বিজয় মেলা গৌরবের ২৩ বছরে একই পরিস্থিতি দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে এসব যুবকরা মেলায় বাণিজ্যিক স্টল নিয়ে তা এখনো সাজসজ্জার কাজ করতে মাঠে গতকাল পর্যন্ত আসেনি।
দূরদূরান্তের স্টল মালিকরা চাঁদপুর বিজয় মেলা মাঠে এসে ইতিমধ্যে স্টল সাজিয়ে মালামাল পর্যন্ত সাজাতে শুরু করেছে। এই যদি হয় স্থানীয় দোকানীদের অবস্থা তাহলে বিজয় মেলার এদের স্টল নেয়ার যৌক্তিকতা নেই বললেই চলে। যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরকে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় স্টল দেয়া বাঞ্চনীয়।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।