প্রতিনিধি
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিদায়ী বছরে (২০১৩) মাদক বিরোধী অভিযান চালিয়ে চাঁদপুর জেলা বিভিন্ন থানা ও পরিবহন থেকে বিপুল পরিমাণ মাদকসহ ১৪৪ জনকে আটক করেছে। ঐসব আটককৃত মাদকের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ লাখ ৬২ হাজার ২০ টাকা।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, বিদায়ী বছরে জানুয়ারি মাসে ১১টি মামলায় ১৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩৯ বোতল ফেন্সিডিল, ১৮ কেজি গাঁজা, ১৩০ পিচ ইয়াবা, ১৮০ পিচ নেশার ইনজেকশন। এ সবের মূল্য ৬ লাখ ১ হাজার টাকা। ফেব্র“য়ারি মাসে ১১টি মামলায় ১২জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এদের কাছ উদ্ধার করা হয় ১৩৮টি বোতল ফেন্সিডিল, ১৫ কেজি গাজা, ৬৭২ পিচ জিনসিন সিরাপ। এসব মাদকের মূল্য ৩ লাখ ৯৩ হাজার ৭২০ টাকা। মার্চ মাসে ১১টি মামলায় ১৬জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এদের কাছ থেকে ১১৩ বোতল ফেন্সিডিল ও ৩৫ কেজি গাঁজা। এ সব মাদকের মূল্য ৬ লাখ ৩৮ হাজার টাকা। এপ্রিল মাসে ৯টি মামলায় ১২জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১৪ বোতল ফেন্সিডিল এবং সাড়ে ৩২ কেজি গাঁজা এবং ১৫০ পিচ ইয়াবা টেবলেট। এর মূল্য ৬ লাখ ৭৬ হাজার ৫শ’ টাকা। মে মাসে ৯টি মামলায় ১১জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ বোতল ফেন্সিডিল এবং সাড়ে ৩৭ কেজি গাঁজা। এসব মাদকের মূল্য ৫ লাখ ৯২ হাজার ৫শ’ টাকা। জুন মাসে ১৯টি মামলায় ২৯জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৭৯ বোতল ফেন্সিডিল, সাড়ে ৪১ কেজি গাঁজা, ২ হাজার ৫ পিচ ইয়াবা। এসব মাদকের মূল্য ১৭ লাখ ৪ হাজার টাকা।
জুলাই মাসে ৯টি মামলায় ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৩০০ পিচ ইয়াবা এবং ১০৬টি নেশার ইনজেকশন। এসব মাদকের মূল্য ৫ লাখ ৭৯ হাজার ৫শ’ টাকা। আগস্ট মাসে ৯টি মামলায় ১১জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ বোতল ফেন্সিডিল, ৩৯ কেজি গাঁজা, ২৩৫পিচ ইয়াবা টেবলেট। এসব মাদকের মূল্য ৭ লাখ ৬ হাজার ৫শ’ টাকা। সেপ্টেম্বর মাসে ৯টি মামলায় ১১জন মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ বোতল ফেন্সিডিল, ১৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪৩৯পিচ ইয়াবা। এসব মাদকের মূল্য ৪ লাখ ৪৪ হাজার ৮শ’ টাকা। অক্টোবর মাসে ৬টি মামলায় ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯কেজি গাজা ও ১১৫ পিচ ইয়াবা টেবলেট। এসব মাদকের মূল্য ধরা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৫শ’ টাকা। নভেম্বর মাসে ৭টি মামলায় ৮জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে ৩২ কেজি গাঁজা এবং ১১ পিচ ইয়াবা টেবলেট। এসব মাদকের মূল্য ৪ লাখ ৯৩ হাজার টাকা।
বছরের শেষ মাস ডিসেম্বরে গোয়েন্দা পুলিশ (ডিবি) মাত্রা ২টি মামলায় ২জন মাদক পাচারকারীকে আটক করেছে। এদের কাছ থেকে ১কেজি গাঁজা, ৫০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করেছে। এই ক্ষুদ্র মাদকের মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়। বিদায়ী বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মাদক বিরোধী অভিযানের জন্য চাঁদপুর থেকে শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসান। এ সময় তারা বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে তল্লাশী চালিয়ে এসব অভিযান করেন। ১ বছরে ১১২টি মামলায় ১৪৪জন মাদক পরিবহন অপরাধীকে হাতে নাতে আটক করেন। মোট ৬৪১ বোতল ফেন্সিডিল, ৩শ’ কেজি ২০ গ্রাম গাঁজা, ৬৭২ বোতল জিনসিন সিরাপ, ৩ হাজার ৪শ’ ৩৫ পিচ ইয়াবা টেবলেট এবং ২৮৬ পিচ নেশার ইনজেকশন উদ্ধার করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।