চাঁদপুর: চাঁদপুর শহরের যমুনারোড এলাকার টিলা বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাবা-মেয়ের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন আবুল হোসেন (৫৫) ও তার মেয়ে ফারজানা আক্তার (১৮)। তাদের বাঁচাতে গিয়ে আবুলের বড় মেয়ে রহিমা গুরুতর আহত হয়েছে। বর্তমানে রহিমা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পবিবারিক সূত্রে জানা যায়, সকালে আবুল হোসেন ঘরের চালের উপর থাকা পানি নামার পাইপ ঠিক করতে চালে উঠে। ওই পাইপে বিদ্যুতের তার সংযুক্ত থাকায় আবুল বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বাবাকে বাচাঁতে মেয়ে ফারজানা আক্তার উপরে উঠলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার মো: বেলায়েত হোসেন আবুল ও ফারজানাকে মৃত বলে জানায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহাবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে