আবু সাঈদ,
কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৫ উদযাপন উপলক্ষে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্ধুদ্ধ করন সভায় প্রধান অতিথির বক্তব্যে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির বলেন- বিদ্যুৎ সাশ্রয়ে এনার্জি বাল্ব ব্যবহারের কোন বিকল্প নেই। প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার না করে প্রত্যেক গ্রাহক এনার্জি বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ অপচয় রোধ সহ তাদের বিদ্যুৎ বিলও কম আসবে। কচুয়া উপজেলা পরিষদ এলাকার যে সকল অফিস আদালত, বাসা-বাড়িতে এখনো যারা অন্যান্য বাতি ব্যবহার করছে-তা খুলে এনার্জি বাল্ব ব্যবহারের আহবান জানান। এ ক্ষেত্রে কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন ওই সকল অফিস-আদালত, বাসা-বাড়ি গিয়ে বিদ্যুৎ অপচয় রোধের বাতি খুলে এনার্জি বাল্ব লাগানোর জন্য তাদেরকে উদ্ধুদ্ধ করতে হবে। যারা এ উদ্ধুদ্ধের তদারকি করবে, তাদের যাতায়াতের খরচ আমি বহন করব। সরকার বিগত ৬ বছরে ৪ হাজার থেকে ১০ হাজার মেঘওয়াট বিদ্যুৎ বাড়িয়ে ১৪ হাজার মেঘওয়াট উৎপাদনের মধ্যে দেশের সর্বত্রে বিদ্যুৎ পৌছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করছে। আগামী ৪/৫ বছরের মধ্যে গ্রাহকদের বিদ্যুতের চাহিদা পূরন হয়ে যাবেও আশা ব্যক্ত করেন। এরপর এমন একটি সময় আসবে বিদ্যুৎ কর্মকর্তারা মানুষের বাড়ি বাড়ি গিয়েও গ্রাহক খুজে পাবে না। গতকাল সোমবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে ও পল্লী বিদ্যুৎ জোনাল প্রকৌশলী (এজিএম) আব্দুল মতিনের পরিচালনায় এ উদ্ধুদ্ধ করন সভায় স্বাগত বক্তব্য রাখেন-কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাকির হোসেন ও কচুয়া প্রেসক্লাব সাধারন সম্পাদক রাকিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ ডেপুটি কমান্ডার জাবের মিয়া ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম। এছাড়াও বক্তব্য রাখেন-কচুয়া ক্রীড়া ও সংস্কৃতিক সংগঠন সাধারন সম্পাদক সন্তোষ চন্দ্র সেন, বিশিষ্ট সমাজসেবক তরিকুল ইসলাম মুন্সী, সাংবাদিক আলমগীর তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের। সভা শেষে সম্প্রতি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থী জ্বালানি দক্ষতা ও সংরক্ষনের উপর প্রতিযোগিতা মুলক বক্তব্য প্রদানে ৩ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন-ড. মুনসুর উদ্দীন মহিলা কলেজের শিক্ষার্থী উম্মে হাবিবা ঝুমা, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সোহেল। সভার পুর্বে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদযাপনের একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।