ডেস্ক: নির্বাচনের আগেই জয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগের চার প্রার্থী। সোমবার মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত অন্য কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে মনোনয়নপত্র দাখিল না করায় ঐ চার প্রার্থীর জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
মনোনয়নপত্র দাখিল করেই দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি চাঁদপুর-১ আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে অন্য কেউ মনোনয়ন জমা দেননি।
সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এআসনেও অন্য কেউ মনোনয়ন জমা দেয়নি।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মাদ তৌফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আজ সোমবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহাম্মাদ তৌফিক। আর কেউ ঐ আসনে মনোনয়ন পত্র জমা দেয়নি বলে জানা গেছে।
যশোর-১ আসনে মনোনয়ন জমা দেন আপিল উদ্দিন। তিনিও একা ঐ আসনে মনোনয়ন জমা দিয়েছেন। ফলে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনিই নির্বাচিত হতে চলেছেন।