ফ্রিজের মাংস বিক্রি করার অপরাধে চাঁদপুর শহরের অন্যতম কাঁচাবাজার বিপণীবাগে দুই মাংস বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ১ সেপ্টেম্বর ওই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী ২টি মাংসের দোকান এবং ২টি মাছের দোকানকে মূল্যতালিকা না থাকা এবং ফ্রিজের মাংস বিক্রি করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয় ।
এছাড়া বাজারে আসা ক্রেতাদের মাস্ক না পরার জন্যে ৪ জনকে ৪শ’ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক। এ সময় জেলা মার্কেটিং অফিসার এবং আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।