প্রতিনিধি=
চাঁদপুর শহরের বিপণীবাগে শরীফ স্টিল ওয়ার্কশপ নামের একটি প্রতিষ্ঠানে গত শুক্রবার দুপুর দুইটায় মার্কেটের লোকজনের উপস্থিতি কম থাকায় দিনে-দুপুরে চুরি সংঘটিত হয়েছে।
জানা যায়, ওইদিন শুক্রবার থাকায় মার্কেট বন্ধ ছিলো। এই সুযোগে চোরের দল শরীফ স্টিল ওয়ার্কশপের শার্টারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা, ৩টি ওয়েল্ডিং মেশিন যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, এস এস-এর প্রায় ৩ লাখ টাকার মালামাল ও মোটর সাইকেল এবং দোকানের মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
প্রতিষ্ঠানের দায়িত্বরতরা জানায়, শুক্রবার থাকায় ওইদিন দোকান বন্ধ ছিলো। শনিবার আমরা দোকান খুলতে এসে দেখি দোকানের শার্টারের তালা ভাঙ্গা। ভেতরের সব কাগজপত্র এলোমেলো এবং দোকানের মূল্যবান মালামাল ও ক্যাশ বাক্সে রক্ষিত টাকা-পয়সা চুরি করে নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
উল্লেখ্য, শরীফ স্টিল ওয়ার্কশপের মালিক তার স্ত্রী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পরিবারের অন্যান্য সদস্যরাসহ পলাতক রয়েছেন। যার ফলে মালিক পক্ষের ধারণা বাদী পক্ষ গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানোর জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।