আন্ত জেলা চোর চক্রের সক্রিয় সদস্য চাঁদপুর শহরের বিপনিবাগ ৫ তলা ভবনের ফ্লাট বাসায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটকের পর গনধোলাইর শিকার হয়েছে। আটককৃত চোরকে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে। গতকাল শনিবার দুপুর আড়াইটায় বিপনিবাগ হাবীব চেয়ারম্যানের বাড়ীর ৪ র্থ তলার পূর্ব পাশে ফ্লাট বাসার তালা ভেঙ্গে চুরি করতে গিয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য আটক হয়। খবর পেয়ে মডেল থানার এস আই খালেকুজ্জামান সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মান্নান (৩০) নামে চোরকে আটক করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষ্যদর্শিরা জানায়, বিপনিবাগ মান্নান চেয়ারম্যানের মেয়ে রুনা বেগম ঐ ভবনের ৪র্থ তালায় থাকতেন। গত ২ মাস পূর্বে পারিবারিক কাজে বাসায় তালা আটকে ঢাকায় অবস্থান করছেন। স্থানীয় চোর চক্ররা টের পেয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য চট্রগ্রাম জেলার সাতকানিয়া খাগুরিয়া চেয়ারম্যান বাড়ী এলাকার মুনশি রহমানের ছেলে মান্নানকে চাঁদপুরে খবর দিয়ে আনে। ঘটনার দিন তারা ৩ জন একত্রে হয়ে এ বাড়ীর ৪র্থ তলায় এসে তালা ভেঙ্গে বাসার ভিতরে প্রথমে মান্নান প্রবেশ করে। বাকি ২ জন ভাঙ্গা তালা হাতে নিয়ে বাহিরে পাহারারত থাকে। ঐ সময় হঠাৎ করে তাদের হাত থেকে ভাঙ্গা তালা নিচে পরে গিয়ে শব্দ হয়। তাৎক্ষনিক পাশের ফ্লাটের লোকজন টের পেয়ে দরজা খোলার সাথে সাথে বাহিরে থাকা চোর ২ জন দৌড়ে পালিয়ে যায়। ভিতরে থাকা মান্নান টের পেয়ে ভিতর থেকে দরজার লক করে দেয়। এ সময় বাড়ীর মানুষ চোর বলে ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন এসে দরজা ভেঙ্গে ভিতরে থাকা চোর মান্নানকে গনধোলাই দেয়। পরে থানায় খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনা সম্পর্কে এএসপি সার্কেল কাজী হেলাল উদ্দিন আটক চোরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এ সময় আন্ত জেলা চোর চক্রের সক্রিয় সদস্য মান্নান চাঁদপুরের আরো ২ চোরের কথা শিকার করে। এদের মধ্যে সে সুমন নামে একজনকে চিনে। তারা কালিবাড়ী ফ্লাটফর্ম এলাকায় বেশির ভাগ অবস্থান করে । ঘটনার দিন এখান থেকেই চুরির পরিকল্পনা হয়েছে বলে সে জানায়।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।