শহর প্রতিনিধিঃ-
চাঁদপুর মডেল থানা ও পৌরসভার যৌথ উদ্যোগে চাঁদপুর শহরে পক্ষকাল ব্যাপী মাদক ও ইভটিজিংয়ের জনসচেনতাকল্পে প্রচারাভিযান কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রতিটি সভায় বলা হয়েছিল, পক্ষকালের কর্মসূচি শেষ হলেই পৌরসভা ও মডেল থানা পুলিশ অ্যাকশান শুরু করবে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর মডেল থানা পুলিশ ইভটিজার ও মাদকসেবী ও বিক্রেতাদের ধড়পাক শুরু করেছে।
গতকাল ১ অক্টোবর মঙ্গলবার শহরের বিভিন্নস্থানে পুলিশ ইভটিজারদেরকে পাকড়াও করে। দুপুর একটায় শহরের করিম পাটওয়ারী সড়কের বিপনীবাগ পৌর সুপার মার্কেটের সামনে ও ২য় তলায় আড্ডা দেয়া অবস্থায় ৬ যুবককে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক শেখ রাজিব আল রশীদ আটক করে। আটককৃতরা হলোঃ আল আমিন স্কুল এন্ড কলেজের ছাত্র নুরুল কাদের (১৯), মোহাম্মদ রোজ (১৯), চাঁদপুর সরকারি কলেজের ছাত্র নেছার খান (১৯), সৈকত সরকার (১৮), মশিউর রহমান (১৮), বিশাল চক্রবর্তী (১৮)। পরে এদেরকে দুপুরে অভিভাকদেরকে ডেকে এনে মডেল থানার সেকেন্ড অফিসার মাহবুবুর রহমান মোল্লা অভিভাবকদের মূচলেকার মাধ্যমে তাদের সন্তানদের নিজ জিম্মায় দিয়ে দেয়। তাদেরকে হুশিয়ার করে দেয়া হয়, যখন পড়ালেখার সময় তখন তাদের সন্তানদেরকে পড়ার টেবিল থেকে উঠতে দেয়া হবে না। কলেজে বা স্কুলে গেলে খোঁজ রাখতে হবে তার সন্তান সঠিকভাবে ক্লাস করছে কিনা। যদি আবারো তাদেরকে আড্ডা দেয়া অবস্থায় আটক করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।