শহরে ভ্যাপসা গরম ও যানজটের মধ্যদিয়েই বিপনী বিতানগুলোতে ঈদের কেনা-কাটায় ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। চাঁদপুর শহরের সবচেয়ে পুরানো ও প্রসিদ্ধ বিপনী বিতানগুলো মূলতঃ স্ট্যান্ড রোড থেকে জোড় পুকুর পাড়, কালীবাড়ি মোড় থেকে শাপলা চত্ত্বর হয়ে হকার্স মার্কেটের শেষ প্রান্ত পর্যন্ত। এ সড়কের দু’পাশে গড়ে উঠেছে বিপনী বিতানগুলো।
এছাড়াও নতুনবাজার বাসস্ট্যান্ড, ওয়্যারলেস বাজারসহ আরো কয়েকটি স্থানে ছোট খাট কিছু বিপনী বিতান থাকলেও মূলতঃ সারাবছর জুড়ে কালীবাড়ি হকার্স মার্কেট, পাল বাজার এ স্থানগুলোর বিপনী বিতান বেচা-বিক্রি জমজমাট থাকে।
শহরের দীর্ঘদিনের যানজট মূলতঃ এ এলাকা ঘিরে। সাধারণ মানুষের দাবি আসন্ন ঈদকে সামনে রেখে পালবাজার সংলগ্ন এলাকা কালীবাড়ি মোড়, শাপলা চত্ত্বর , হকার্স এলাকায় ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। শাপলা চত্ত্বর থেকে অস্থায়ী সিএনজি স্ট্যান্ডটি সরানো জরুরি। পাশাপাশি ব্যস্ততম সড়কগুলোর দু’পাশ থেকে হকার ও হকারদের ভ্যান গাড়িগুলো সরানো খুবই জরুরি। তা-না হলে ঈদে ঘরমুখো মানুষ ও ক্রেতাদের দুর্ভোগ আরো তীব্র আকার ধারণ করবে। এ বিষয়গুলোর দিকে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই মনে করছে ভূক্তভোগী সাধারণ মানুষ।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।