প্রতিনিধি
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নূর হোসেন পাটওয়ারী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। দোয়াত-কলম প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ৩০ হাজার ৯৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডঃ মোখলেছুর রহমান (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮শ’ ২৪ ভোট। নূর হোসেন পাটওয়ারীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা শুধু এখন বাকি। যদিও দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
এছাড়া বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২শ’ ৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী কায়কোবাদ চুন্নু মিয়া সরকার (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২শ’ ৬৯ ভোট। আর নির্বাচন থেকে সরে দাঁড়ানো হারুন অর রশিদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ ভোট।
উপজেলার ৩১টি ভোট কেন্দ্রের মধ্যে ২৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৬৯ হাজার ৮শ’ ৭০ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৪১ হাজার ৪শ’ ৬৯ ভোট। বাকি দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ কবির হোসেন (চাপকল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা আক্তার শেফালী (হাঁস) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ নুরুল্যাহ নূরী বলেন, নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী বেসরকারিভাবে কাউকে বিজয়ী ঘোষণা করা সম্ভব হচ্ছে না। আগামীকাল (আজ) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা সম্ভব হতে পারে।