মনিরুজ্জামান বাবলু
টেলিভিশনের ইসলামী অনুষ্ঠান উপস্থাপক শাইখ নূরুলাম ফারুকী হত্যার ঘটনায় চাঁদপুরের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল ও সমাবেশ বের হয়।
বৃহস্পতিবার বিকেলে ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরের শপথ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান কাদেরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ আব্দুল সুফিয়ান খান আবেদী আল কাদরী, মাওলানা সৈয়দ মো. জাহানশাহ মোজ্জাদ্দেদীম, মাওলানা আবু জাফর মাঈনুদ্দীন প্রমূখ।
এদিকে একই সময় হাজীগঞ্জ উপজেলা ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইসলামিক ফ্রন্টের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী নক্সবন্দী, জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ মাও. মফিজুল ইসলাম, জেলা ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম হেলালী, হিযবুর রাসুলের উপজেলা সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবদুল করিম। সমাবেশে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি মহিনউদ্দিন ভূঁইয়া আযমী এবং পরিচালনা করেন জেলা ছাত্রসেনার সভাপতি মঞ্জুর আলম পাটওয়ারী।
এছাড়া বৃহস্পতিবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বাজারে বাংলাদেশ আহলে সুন্না ওয়াল জামাত হাজীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওইসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টে এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা জাহান শাহ মুজাদ্দেদী আল আবিদী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টে এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান আল আবেদী আল ক্বাদরী, ইসলামী ফ্রন্টে চাঁদপুর জেলার সভাপতি আল্লামা মুফতি আব্দুর রব আল ক্বাদরী, তরীকত ফেড়ারেশনের জেলা সভাপতি মাওঃ মোহাম্মদআলী আল আবেদী, ইসলামী ফ্রন্টে হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. আব্দর রাহিম, চাঁদপুর জেলা যুব সেনার সদস্য মো. বিল্লাল হোসেন তালাকদার, হাজীগঞ্জ উপজেলা ছাত্রসেনার সভাপতি মো. আরিফুর রহমান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আল্লামা নূরুল ইসলাম ফারুকী বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্ট এর একটি নক্ষত্র ছিল। তার অপরাধ ছিল তিনি রাসুল (সঃ) নূরের তৈরী বলে প্রচার করতেন। হাদীস কোরআন দারা ওহাবী মুওদুদী জামাত শিবির, হেফাজতীদের মুখশ উন্মুচন করতেন। তাই নবী অলীর দুশমন, ওহাবী-মুওদুদী-জামায়াতী –শিবির-হেফাজতীরা পূর্ব পরিকল্পিতভাবে আল্লামা নূরুল ইসলাম ফারুকীকে তার নিজ বাসায় কৌশলে হত্যা করেছে। অপরাধীদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।