প্রতিনিধি
চাঁদপুর জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় শতাধিক লোক আহত হয়েছে। গতকাল ৩১ মার্চ বৃহস্পতিবার ছিলো চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণের দিন। এদিনে হাইমচর উপজেলাসহ চাঁদপুর সদরের ১নং বিষ্ণুপুর ইউনিয়ন, ২নং আশিকাটি, ৩নং কল্যাণপুর, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন, ৫নং রামপুর ৬নং মৈশাদী, ৭নং তরপুরচ-ী, ৮নং বাগাদী, ১১নং ইব্রাহিমপুর, ১২নং চান্দ্রা, ১৩নং হানারচর ও ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কর্মী সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে প্রায় শতাধিক লোক কমবেশি আহত হয়। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নেয়।
এরা হলেন মানিক সরকার (৪৫), মান্নন (৬০), জাহিদ হাসান (২০), সোহাগ (২৮), মোস্তফা মাঝি (২২), নূরুল ইসলাম (২৮), কুলছুমা (৪৫), লোকমান (৬০), রুবেল (২৪), আবু তাহের খান (৪০), মুরাদ গাজী (২০), জয়নাল পাটোয়ারী (৬৫), সাংবাদিক এমএম কামাল (৩৬), বাদশা খান (২৫), শাহাদাত (২৮), শাহাদাত (২২), কাউছার (১৭), হাসান (১৮), সাইফুল ইসলাম (২৮), সাহেব আলী (২৮), শাকিল খান (১৮), শাহাদাত (২০), গিয়াসউদ্দিন (২৬), কাউছার (৫৫), রুবেল ভূঁইয়া (২৪), শাহাদাত (২৭), আনসার সদস্য জীবন (৩৫) ও সাইফুল (২৭), মুরাদ মৃধা (২০), লোকমান (৬০), রাবি্ব (৬০), তাসলিমা (২২), সাইফুল (২৫), নোভেল (২০) আর্শ্বাদ মাঝি (৩৫), শরীফ (২৯), আরিফ (১৬), এমরান ডালি (২৬), নূরুল ইসলাম (২৮), শরীফ (২৯), আবদুস সালাম (১৬), আঃ কাদের (৩৮), আবুল হাশেম (৬৫), রিয়াদ প্রধানীয়া (১৫), আরিফ প্রধানীয়া (১৭), নবীন মিয়া (১৮), খালেদা বেগম (৪৫), শামসুন্নাহার (৩৬), জাকির হোসেন (২৮), মান্নান বেপারী (৪০), মোস্তফা (২২), আবুল কালাম গাজী (১৯) ও ছিদ্দিক আলী শিকদার (৫০)। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আহতদের মধ্যে প্রায় ২০/২৫ জন ভর্তি রয়েছে আর বাকিরা প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন এবং এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।