কচুয়া প্রতিনিধি= :
বিরোধীদল সংলাপ নিয়ে টালবাহানা করছে, তা জনগণের কাছে স্পষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর।তিনি শনিবার সকালে চাঁদপুরের কচুয়ার নলুয়া গ্রামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।তিনি বলেন, আমরা গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগে থেকে বিরোধী দল তথা খালেদা জিয়ার বিএনপিকে তাদের তরফ থেকে সংলাপে অংশ গ্রহণ করে তাদের যে বক্তব্য রয়েছে তা প্রকাশ করার কথা বলেছেন। অথচ তারা টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। সংলাপের নামে যে তারা টালবাহানা করছে তা আজ জনগণের কাছে স্পষ্ট।মন্ত্রী আরো বলেন, সময় মতো সংবিধান অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের বিষয়ে তারা যদি আমাদের সাথে সংলাপ করতে পারে, সংলাপের পথ এখনো উন্মুক্ত আছে।ড. আলমগীর বলেন, আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার ও জনগণের সম্পত্তি বিনষ্ট করার অধিকার কারো নেই। আমি ইতোমধ্যে সংসদে সু-স্পষ্ট ভাবে বলেছি, যাদের আন্দোলনের কারণে তথাকাথিত হরতালের কারণে দেশের নির্দোষ লোকজন প্রাণ দিচ্ছে এ হত্যার দায় তাদেরকে নিতে হবে।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। – See more at:
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।