মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর উপজেলার মাদানিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার অর্ধশত দরিদ্র হেফজ শিক্ষার্থীকে ঈদ উপহার হিসাবে পাঞ্জাবী-পাজামা দিলেন সমাজ সেবক মঞ্জুর আহমেদ মঞ্জু। গতকাল বিকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নন্থ চরমাছুয়ার ঐ হাফিজিয়া মাদ্রাসারঅর্ধশত শিক্ষার্থীকে নিজ হাতে পঞ্জাবী-পাজামা তুলে দেন।
২০১১ সালের প্রথম দিকে নির্মিত এই হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বেতনের টাকা নিয়মিতভাবে তিনিই দিয়ে আসছেন ।হাফিজিয়া মাদ্রাসার ৫২ শিক্ষার্থীকে পাঞ্জাবী-পাজামা প্রদানকালে সমাজ সেবক মঞ্জুর আহমেদ মঞ্জু’র সাথে ছিলেন, হারুন-অর-রশিদ মাষ্টার, আবুল কালাম মাষ্টার, খোরশেদ আলম মিজি, শফিকুল ইসলাম খান, মাসুদুর রহমান মাষ্টার, স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান রাজু, মাদ্রাসার প্রধান হাফেজ ফয়েজ উল্যাহসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, গত জুন মাসে এই শিক্ষার্থীদেরকে লুঙ্গী-গামছা দিয়েছেন মিসেস মঞ্জুর আহমেদ ।